ব্লগ কি ?



ব্লগঃ ব্লগ হচ্ছে ইন্টারনেটে তথ্য বা আলোচনা লেখা হয় এমন একটা ওয়েবসাইট। ২০০৯ সাল পর্যন্ত সাধারণত ব্লগ বলতে বুঝানো হতো ব্যাক্তিগত ওয়েবসাইট। পছন্দমত বিষয় নিয়ে মতামত লিখে রাখা হতো এসব সাইটে। পরে আস্তে আস্তে শুরু হলো “multi-author blogs” (MABs) অর্থাৎ অনেক অনেক মানুষ একটা নির্দিষ্ট জায়গায় লেখালেখি করবেন।


কেউ ইন্টারটেনের একটা নির্দিষ্ট সাইটে গিয়ে (প্রথমে নাম, ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হয় সাধারনত) ইচ্ছামত লেখালেখি করতে পারেব। প্রত্যেকটা লেখাকে বলা হয়ে থাকে পোষ্ট। আর পোষ্টে অন্যরা সাধারনত মন্তব্য করতে পারে। যে কেউ বাজে পোষ্ট বা মন্তব্য করলে তা ব্লগ মডারেটর মুছে দিতে পারেন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.